রবিবার, ২৯ মে ২০২২, ০৪:৪১ পূর্বাহ্ন
খেলাধুলা ডেস্ক:
আচমকা টেস্টকে বিদায় বললেও লাল বলের ক্রিকেটে আবার ফিরেছেন মোহাম্মদ আমির। কয়েকটি ম্যাচ খেলতে চুক্তি করেছেন কাউন্টি ক্লাব গ্লুচেস্টারশায়ারে। সাদা পোশাকে টেস্ট অবসরের প্রায় আড়াই বছর পর ফেরায় তা জন্ম দিয়েছে প্রশ্নের। তাহলে কি অবসর ভেঙে ফিরছেন পাকিস্তানি এই পেসার?
৩০ বছর এই পেসার কিন্তু এখনই এ বিষয়ে মুখ খুলছেন না। সাউদাম্পটনে ধোঁয়াশা রেখেই বলেছেন, ‘টেস্ট প্রত্যাবর্তন নিয়ে কথা বলার এখনও সময় আসেনি। বলা যায় না, যে কোনও কিছুই পরিবর্তন হতে পারে। তবে এখন পর্যন্ত গ্লুচেস্টারশায়ারের সঙ্গে খেলাটা উপভোগ করছি।’
টেস্টকে বিদায় জানানোর অনেক পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন আমির। তখন টিম ম্যানেজমেন্টের দিকে অভিযোগের আঙুল তুলে জাতীয় দল ছাড়ার ঘোষণা দিয়েছিলেন। ২৮ বছরে দেওয়া সেই ঘোষণায় দাবি করেন, তাকে মানসিকভাবে যন্ত্রণা দেওয়া হয়েছে।
তার পর থেকে বিশ্বব্যাপী টি-টোয়েন্টি লিগগুলোতেই খেলে গেছেন। ৩৬ টেস্টে ১১৯, ৬১ ওয়ানডেতে ৮১ ও ৫০ টি-টোয়েন্টিতে ৫৯ উইকেট নেওয়া এই পেসার নিজের সর্বশেষ অবস্থা নিয়ে বলেছেন, ‘পিএসএলে সাইড স্ট্রেইন থেকে ফেরার পর অনুশীলন চালিয়ে যাচ্ছিলাম। তখন ভালো লাগছিল বলেই মনে করলাম লাল বলের ক্রিকেট কেন নয়।’
তার পর যোগ করে বলেছেন, ‘এখন মনে হচ্ছে ধীরে ধীরে আমার উন্নতি হচ্ছে এবং সঠিক পথেই আছি। এখন পর্যন্ত তিনটি ম্যাচের জন্য এখানে আসা। পরে আমার সিপিএলে যাওয়ার পরিকল্পনা।’
ভয়েস/আআ