রবিবার, ২৯ মে ২০২২, ০৬:০৪ পূর্বাহ্ন
ভয়েস নিউজ ডেস্ক:
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের জামিনের আবেদন মঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার (১১ মে) বিকালে কারাগার থেকে জামিনে মুক্ত হন তিনি।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুব আলম বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিকাল সাড়ে ৪টায় ইসমাইল চৌধুরী সম্রাট কারাগার থেকে মুক্ত হয়েছেন। আমরা এর আগে তার জামিনের কাগজপত্র হাতে পেয়েছি। তিনি বিএসএমএমইউ হাসপাতালে ভর্তি ছিলেন।
ভয়েস/জেইউ।