শনিবার, ২৫ Jun ২০২২, ০৯:৫৩ পূর্বাহ্ন
ভয়েস প্রতিবেদক:
কক্সবাজারের কৃষি খাতের চারটি নীতি বিষয়ে পলিসি লিংকের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে লাবনী পয়েন্টে একটি হোটেলের সম্মেলন কক্ষে ফিড দ্য ফিউচার বাংলাদেশ পলিসি লিংক এ কর্মশালার আয়োজন করেন।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শফিকুর রহমান, বিশেষ অতিথি ছিলেন, কক্সবাজার জেলা মৎস্য কর্মকর্তা মো: বদরুজ্জামান। এছাড়াও কক্সবাজার হরটি কালচার সেন্টারের সহকারী পরিচালক সায়রা বানু, ‘বিএডিসি’র সিনিয়র সহকারী পরিচালক জালাল উদ্দীন, ফিড সেফটি অফিসার ফরজিয়া হক বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে ড. শফিকুর রহমান- সাগর থেকে জেলেরা মাছ শিকার করে কিভাবে সম্পুর্ন অর্গানিক পদ্ধতিতে পরিষ্কার-পরিচ্ছন্ন মাছ শুকিয়ে খাবারের উপযুক্ত করা হয় তার উপর ধারণা দেন।
কর্মশালায় কৃষি চারটি নীতি স্তম্ভের বীজ, খাদ্য নিরাপত্তা, পুষ্টি, এবং সামাজিক নিরাপত্তা বিষয়ে আলোচনা করা হয়। পরে প্রশিক্ষণার্থীদের মধ্যে বিভিন্ন বিষয়ে পর্যালোচনা করা হয়।
ভয়েস/আআ