শুক্রবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৩, ০৪:১৮ পূর্বাহ্ন
ধর্ম ডেস্ক:
মহান আল্লাহ কোরআনের নানা জায়গায় নারীদের সম্পর্কে আলোচনা করেছেন। বর্ণনা করেছেন নারীদের অধিকার, স্বভাব-চরিত্র, দায়িত্ব-কর্তব্য, নারীদের পর্দা, নারীদের সমস্যা ও তার সমাধান। কোরআন মাজিদে বর্ণিত নারীদের সেসব গুণবৈশিষ্ট্য থেকে কয়েকটি তুলে ধরা হলো
আল্লাহ নারীকে আকর্ষণীয় করে তৈরি করেছেন। নারীর প্রতি পুরুষের আকর্ষণ চিরন্তন। পুরুষের কাছে নারী এক লোভনীয় বস্তু। কোরআন মাজিদে ইরশাদ করেছেন, মানবমণ্ডলীকে রমণী, সন্তান-সন্ততি, পুঞ্জীভূত স্বর্ণ ও রৌপ্যভাণ্ডার, সুশিক্ষিত অশ্ব ও পালিত পশু এবং শস্যক্ষেত্রের আকর্ষণীয় বস্তু দ্বারা সুশোভিত করা হয়েছে, এটা পার্থিব জীবনের সম্পদ এবং আল্লাহর কাছে রয়েছে শ্রেষ্ঠতম অবস্থান।সুরা আলে ইমরান : ১৪
আল্লাহতায়ালা নারীকে শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন মা হিসেবে। আল্লাহ এবং তার রাসুলের পরে সর্বোচ্চ মর্যাদা হলো মায়ের। যেমন রাব্বে কারিম ইরশাদ করেছেন, আমি তো মানুষকে তার মা-বাবার প্রতি সদাচরণের নির্দেশ দিয়েছি। মা সন্তানকে কষ্টের পর কষ্ট বরণ করে গর্ভে ধারণ করে এবং তার দুধ ছাড়ানো হয় দুই বছরে। সুতরাং আমার প্রতি ও তোমার মা-বাবার প্রতি কৃতজ্ঞ হও। প্রত্যাবর্তন তো আমারই কাছে।সুরা লোকমান : ১৪
অবাধ্যতা নারী চরিত্রের অন্যতম এক বৈশিষ্ট্য। আল্লাহতায়ালা কোরআনে কতিপয় অবাধ্য নারীর কথা উল্লেখ করেছেন। এর মধ্যে হজরত নুহ এবং লুত (আ.)-এর স্ত্রী অন্যতম। তারা নবীর স্ত্রী হয়েও নবীর অবাধ্যতা এবং আল্লাহর নির্দেশের অবাধ্যতা করেছিল। কতিপয় নারী তার রবের অনুগত থেকে রবের অনুগ্রহ লাভে সক্ষম হয়েছেন। যেমন কোরআনে মহান রব তার অনুগত এক নারীর কথা উল্লেখ করেছেন এভাবে, আল্লাহ বিশ্বাসীদের জন্য উপস্থিত করেছেন ফেরাউনপতœীর দৃষ্টান্ত, যে প্রার্থনা করেছিল, হে আমার রব! আপনার সান্নিধ্যে জান্নাতে আমার জন্য একটি গৃহনির্মাণ করুন এবং আমাকে উদ্ধার করুন ফেরাউন ও তার দুষ্কৃতি থেকে এবং আমাকে উদ্ধার করুন জালেম সম্প্রদায় থেকে।সুরা আত-তাহরিম : ১১
আল্লাহ তার অনুগত আরেক নারীর ব্যাপারে বলেছেন, আরও দৃষ্টান্ত দিচ্ছেন ইমরান তনয়া মারইয়ামের, যে তার সতীত্ব রক্ষা করেছিল, ফলে আমি তার মধ্যে রুহ ফুঁকে দিয়েছিলাম এবং সে তার রবের বাণী ও তার কিতাবসমূহ সত্য বলে গ্রহণ করেছিল। সে ছিল অনুগতদের একজন।সুরা আত-তাহরিম : ১২
এভাবে পবিত্র কোরআনের অসংখ্য জায়গায় নারীদের সম্পর্কে আলোচনা করা হয়েছে। এমনকি ‘সুরা নিসা’ তথা নারী নামে কোরআন মাজিদে একটি সুরাও রয়েছে। নারীদের আল্লাহ মর্যাদা ও সম্মানের আসনে আসীন করেছেন। আমাদেরও উচিত নারীদের সম্মান করা।
ভয়েস/আআ