শনিবার, ২৫ Jun ২০২২, ১১:০৭ পূর্বাহ্ন
ভয়েস প্রতিবেদক:
কক্সবাজার জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) মোঃ নাসিম আহমেদ আগামী প্রজন্মকে রবীন্দ্র-নজরুল জীবনাদর্শে উজ্জীবিত হওয়ার আহবান জানিয়েছেন।
তিনি শনিবার জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আহসানুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত শিশু একাডেমি আয়োজিত রবীন্দ্র-নজরুল জয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে এ আহবান জানান।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: মুজিবুল ইসলাম ও সরকারি গণগ্রন্থাগারের জেলা লাইব্রেরিয়ান ঋষিকেশ পাল।
পরে প্রধান অতিথি শিশু একাডেমি আয়োজিত রবীন্দ্র-নজরুল জয়ন্তী উপলক্ষ্যে বিভিন্ন প্রতিযোগিতায় আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
সবশেষে শিশু শিল্পীদের অংশ গ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
ভয়েস/আআ